কিভাবে অনলাইনে আর্টিকেল লিখে আয় করবেন
কিভাবে অনলাইনে আর্টিকেল লিখে ইনকাম করবেন
আপনি যদি অবশ্যই একজন আর্টিকেল রাইটার হিসাবে অনলাইনে আর্টিকেল লিখে ইনকাম করতে চান তাহলে এই পোষ্ট টি আপনার জন্য খুবই সহায়ক হবে। আমি আপনাদের সাথে এমন বিষয়গুলো শেয়ার করব যেগুলো আপনার অনলাইনে আর্টিকেল লিখে অর্থ উপার্জন করার সঠিক গাইডলাইন পাবেন এবং একজন কনটেন্ট রাইটার সঠিকভাবে হওয়ার জন্য তার কি কি করনীয় সে সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবেন তাই সম্পূর্ন পোস্ট টি পড়ুন আশা করি এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আপনার জীবনে।
একজন ভালো আর্টিকেল রাইটার হতে হলে সর্বপ্রথম যে বিষয়টি জানা খুবই জরুরী তা হলো আর্টিকেল রাইটিং কি? আমি আপনাদের সাথে সর্বপ্রথম আর্টিকেল রাইটিং কি এই বিষয়ে জানাবো।
আর্টিকেল রাইটিং কি বা কাকে বলে ?
আর্টিকেল বিষয়টা বলতে বুঝায়, আপনি যে কোন বিষয়ে দক্ষ হলে সে বিষয়ে বিস্তারিত কোন ডায়েরিতে বা কম্পিউটারের (Excel Sheet) এক্সেল শীট , (Google Doc) গুগল ডক্সে লিখিত আকারে আলোচনা করাকে আর্টিকেল রাইটিং বলে। আর আপনি যদি কোনো ক্লায়েন্টের সাহায্যে কোনো নির্দিষ্ট বিষয় বা শব্দ কিওয়ার্ড নিয়ে রিসার্চ করেন সেই বিষয়ে বিস্তারিত লিখেন এবং আর্টিকেল শেষ হওয়ার পর আপনার ক্লায়েন্টএর কাছে জমা দেন, তাহলে তাকে আর্টিকেল রাইটার বলা হয়।
সেরা আর্টিকেল লেখার গুরুত্বপূর্ণ টিপস
আর্টিকেল লিখে আয় করার জন্য সেরা আর্টিকেল লেখার গুরুত্বপূর্ণ টিপস সম্পর্কে জানা আপনার জন্য খুবই জরুরী। একজন কন্টেন্ট রাইটারের জন্য ভালো মানের আর্টিকেল লেখার সময় কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে। তাই নিচের এই বিষয়গুলো ভালভাবে লক্ষ্য করলে আপনি একজন দক্ষ পেশাগতভাবে ভালো মানের আর্টিকেল লিখতে পারলে একটা মোটা অঙ্কের অর্থ উপার্জন করতে পারবেন, যা ক্লায়েন্টের কাছে মানসম্পন্ন ভালো কনটেন্ট পরিবেশন করতে সক্ষম হবে।
SEO Friendly আর্টিকেল লেখা
সর্বপ্রথম আমি SEO Friendly আর্টিকেল লেখার সম্পর্কে কেন জানাচ্ছি তার কারণ হলো একটা ওয়েবসাইট এর প্রাণভোমরা হলো আর্টিকেল বা কনটেন্ট। তাই এই আর্টিকেল গুলো যদি এসইও ফ্রেন্ডলি না লেখা হয় তাহলে কখনোই আর্টিকেল গুলো র্যাঙ্ক করার সম্ভবনা থাকে না। তাই একটা আর্টিকেল পরিপূর্ণ ভাবে SEO Friendly লেখাটা খুব জরুরি।
আর্টিকেল এর জন্য বিষয়বস্তু নির্বাচন করা
আপনি অনলাইনে যে ক্লায়েন্টের আর্টিকেল লিখবেন, সে ক্লায়েন্টের কনটেন্টের টপিক জানার জন্য খুব মনোযোগ দিয়ে ক্লায়েন্টের সাথে ভালোভাবে কথা বলবেন এবং সঠিকভাবে আর্টিকেল এর বিষয়বস্তু নির্বাচন করবেন। তারপর যে বিষয়টা আপনার জানা খুবই জরুরী আর্টিকেল এর বিষয়বস্তু নির্বাচন করার পর সে বিষয়বস্তু টা নিয়ে ভালোভাবে পড়াশুনা করা বা রিসার্চ করা দরকার কেননা আর্টিকেল টা সঠিক ভাবে লেখার জন্য বিশেষ অভিজ্ঞতা এবং আবেগ থাকতে হবে, এবং আপনি যে আর্টিকেলটি লিখতে যাচ্ছেন সেই আর্টিকেলটি পড়ার জন্য ভিজিটর কতগুলো থাকবে সেদিকে লক্ষ্য রাখতে হবে।
আর্টিকেল এর জন্য সঠিকভাবে রিসার্চ করা
কীওয়ার্ড রিসার্চ এমন একটি বিষয় যা আর্টিকেলকে রেঙ্ক করতে সাহায্য করে। আপনি আর্টিকেল এর জন্য যত বেশি কিওয়ার্ড রিসার্চ করবেন ঠিক ততো বেশি আর্টিকেল এর বিভিন্ন বিষয়বস্তু সম্পর্কে জানতে পারবেন এবং আর্টিকেল এর মধ্যে বিস্তারিত তা লিখতে পারবেন। আর্টিকেল এর মধ্যে যত বিস্তারিত তথ্য লিখবেন ভিজিটর এর কাছে আপনার আর্টিকেল টা অনেক বেশি ভালো লাগবে ও একটি ভিজিটরের চাহিদা অনুযায়ী সবকিছু তথ্যই সেই আর্টিকেল এর মধ্যে থাকবে।
আর্টিকেলে সঠিকভাবে শিরোনাম ব্যবহার করা
একটি আর্টিকেল লেখার সময় আপনাকে অবশ্যই আর্টিকেলের শিরোনাম (Headline) নির্বাচন করতে হবে এবং সেই সাথে আপনাকে লক্ষ্য রাখতে হবে আর্টিকেলের জন্য একটা সঠিক কীওয়ার্ড রিসার্চ করে এসইও ফ্রেন্ডলি ও আকর্ষণীয় শিরোনাম নির্বাচন করা ৷ শিরোনাম (Headline) এমনভাবে নির্বাচন করতে হবে যাতে শিরোনামটি খুব আকর্ষণীয় হয় এবং একজন ভিজিটর সে পোস্টে ক্লিক করে সকল প্রশ্নের তথ্যগুলো পেয়ে খুব খুশি হয় ৷ কেননা পোস্টে সঠিক তথ্য প্রদান করলেও সঠিকভাবে পোস্টের শিরোনাম নির্বাচন করতে পারে না, যার ফলে কোনো ভিজিটর সে পোস্টে ক্লিক করতে বাধ্য হয় না। তাই আপনাকে অবশ্যই এই বিষয়টিতে ভালো লক্ষ রাখতে হবে ৷
আর্টিকেলটির শুদ্ধ বানান ও ভালো ভাবে সাজানো
একটা আর্টিকেল পরিপূর্ণভাবে কমপ্লিট করার পর তখনই ভালো লাগে যখন আর্টিকেল এর মধ্যে শুদ্ধ ও সহজ বানান এবং খুব সুন্দরভাবে প্যারা প্যারা আকারে আর্টিকেলটি সাজানো থাকে৷ কেননা আর্টিকেল এর মধ্যে বানান ভুল গেলে আর্টিকেলটি দেখতেও ভালো লাগে না আবার কোন ভিজিটরেরকাছে সে আর্টিকেলটি পড়তে ও চাহিদা করে না৷ কনটেন্ট এর মূল চাবিকাঠি হলো বানান তাই আপনাকে কনটেন্ট এর বানানের প্রতি যথাযথ খেয়াল রাখতে হবে৷ একটা কনটেন্ট এর মধ্যে কঠিন শব্দ বানান ব্যবহার না করাই উত্তম, নিজের ভাষায় সহজ ভাবে বানান লিখতে হবে এবং খুব সুন্দর করে সাজিয়ে তা প্রতিস্থাপন করতে হবে৷
এ্যাফিলিয়েট মার্কেটিং এ আর্টিকেল লিখে আয়
বর্তমানে আর্টিকেল রাইটিং কাজের মধ্যে এ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কিত আর্টিকেল লিখে আয় করার চাহিদা অনেক বেশি এবং এই সাথে টাকা ও অনেক বেশি উপার্জন করা যায়। এ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কিত আর্টিকেল খুব অত্যধিক দামে কিনে থাকেন মালিকরা। তাই আমার পক্ষ থেকে আপনার কাছে আবেদন থাকবে, আপনার অবসর সময়ে, সঠিক নির্দেশিকা অনুসরণ করে কাজগুলি শেখার চেষ্টা করুন। শুধু তাই নই, আপনি জানলে অবাক হবেন, বিশের সেরা ই-কমার্স সাইট এমাজনের বিভিন্ন বিষয়ের পণ্যের বিস্তারিত রিভিউ আর্টিকেল লিখে সেই পণ্যের মধ্যে আপনার নির্দিষ্ট এ্যাফিলিয়েট লিংক সোশ্যাল মিডিয়াতে শেয়ার করলে বা ওয়েবসাইট তৈরী করার মাধ্যমে আপনার লিংক থেকে কোনো ব্যক্তি পণ্য কিনে থাকলে। এই ক্রিয়াকলাপের কারণে আপনি এমাজন এ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে হাজার হাজার ডলার আয় করতে পারেন।
গেস্ট পোস্ট থেকে আয়
সহজ ভাবে বলতে গেলে, গেস্ট পোস্টিং হলো একটি বড় ওয়েবসাইটের কিছু বিষয়বস্তু পোস্টে আপনার ছোট সাইটের একটি লিঙ্ক থাকবে। সব মিলিয়ে, গেস্ট পোস্টিং ব্যাকলিংক একটি ওয়েবসাইটের জন্য অনেক বেশি সহায়ক। বিশেষ করে গেস্ট পোস্টিং ব্যাকলিংক করানোর জন্য আর্টিকেল রাইটার নিয়োগ করা হয় এবং একটা পরিপূর্ণ সঠিক নির্দেশিকা অনুসরণ করে কন্টাক্ট লেখা শেষ হলে সে কনটেন্ট এর মধ্যে মালিকের ওয়েবসাইটের একটা লিংক বা নির্দিষ্ট একটা লিংক যোগ করতে হয় এবং আপনার লেখা কন্টেন্টটা বড় একটা ওয়েবসাইটে উপস্থাপন করতে হয়। যদি বড় ওয়েবসাইট টা কন্টেন্টটা গ্রহণ করে তাদের ওয়েবসাইটে প্রকাশ করে তাহলে সাইটে ভিজিটর আসবে ও গ্রোথ করবে।
ইংরেজি আর্টিকেল লিখে ইনকাম করার সাইট
এখন আমি আপনাদের জানাবো কোন সাইট গুলোর মাধ্যমে আপনি বাংলা এবং ইংরেজি আর্টিকেল লিখে অর্থ উপার্জন করতে পারবেন৷ এবং এই সাইট গুলো সম্পর্কে কিছু বিস্তারিত বলার চেষ্টা করব৷ আর্টিকেল লিখে ইনকাম করার জন্য এই সাইট গুলোকে সেরা সাইটের মধ্যে রাখা হয়েছে এবং একজন লেখকের পেশাগতভাবে কর্মজীবন করে তোলার জন্য এই সাইট গুলোর মাধ্যমে আর্টিকেল লিখে ইনকামকরার জন্য অনেক বড় শাখা রয়েছে৷ যেখানে ছোট থেকে বড় এবং বৃদ্ধ মানুষ পর্যন্ত এই সাইট গুলোতে কাজ করে অনেক বেশি অর্থ উপার্জন করতে পারছে ৷
Funds for Writers
Funds for Writers লেখকদের জন্য ফান্ড এমন একটা সাইট যেখানে Content Writer ঘরে বসে অনলাইন থেকে খুব সহজে অর্থ উপার্জন করছে৷ এই সাইটটি তে ছোট থেকে বড় আর বড় থেকে বৃদ্ধ ও পার্টটাইম চাকরিজীবী সকল বয়সের মানুষ আর্টিকেল লিখে ইনকাম করছে৷ 2000 সালের মার্চ মাসের শুরুতে এই সাইট টা তৈরী করা হয় এবং বর্তমান সময়ে এখন পর্যন্ত খুব জনপ্রিয়তা লাভ করছে৷
CrowdSourse
ফ্রিল্যান্সিং লেখক এবং লেখিকাদের জন্য এটি একটি অত্যন্ত সেরা সাইট হিসেবে বিবেচনা করা হয় কারণ বর্তমানবিশ্বজুড়ে ১৮০ টা দেশ সহ প্রায় 8+ মিলিয়ন (M) ফ্রিল্যান্সার লেখক লেখিকা পার্টটাইমও ফুলটাইম কাজ করে তাদের জীবিকা নির্বাহ করছে৷
ListVerse
এই সাইট এর মাধ্যমে হাজার হাজার তরুণ ও তরুণী থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত আর্টিকেল লেখার কাজ করছে৷ ListVerse সাইটে বর্তমানে 200K+ ফলোয়ার আছে এবং সাবস্ক্রাইবার সংখ্যা 450K + তাহলে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন এই সাইটটিতে কত পরিমাণ মানুষ কাজ করছে, এবং প্রতিনিয়ত প্রতিদিন এই সাইটে নতুন নতুন মানুষ কাজ করার জন্য একাউন্ট করছে৷
WritersWeekly
Writers Weekly এতটাই বিশ্বজুড়ে জনপ্রিয়তা অর্জন করেছে যে প্রতিদিন এবং প্রতি সপ্তাহে হাজার হাজার দক্ষ ফ্রিল্যান্সার লেখক এবং লেখিকাদের কাছে অত্যন্ত ভালো লাগছে এবং এই নেটওয়ার্কের সাথে যুক্ত হয়ে কাজ করতে খুবই উৎসাহিত হচ্ছে৷ আর আমি বলতে চাই এই সাইটে কাজ করে আপনি PayPal এর মাধ্যমে টাকা নিতে পারবেন৷
Make A Living Writing
একজন ফ্রিল্যান্সার লেখক কর্মজীবনে উন্নতি করার জন্য Make A Living Writing সাইটটি অত্যন্ত কার্যকরী। অনেক পুরুষ ও মহিলা তাদের স্থায়ী খুবই কঠোর পরিশ্রম চাকরি ত্যাগ করে ঘরে বসে স্বাধীনভাবে ফ্রিল্যান্সিং জীবনধারায় আসতে মনোবল স্থির করেছে৷
বাংলা আর্টিকেল লিখে ইনকাম করার সাইট
যেসব সাইট গুলোর মাধ্যমে বাংলা আর্টিকেল লিখে খুব সহজে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন এবং খুব সহজে বিকাশ বা নগদ এর মাধ্যমে টাকা আপনার পকেট পর্যন্ত নিতে পারবেন তাই নিচে বাংলা আর্টিকেল লিখে ইনকাম করার সাইট সমূহ দেওয়া হলো৷
অর্ডিনারি আইটি (Ordinary IT)
আপনি বাংলাদেশের যে কোন জায়গা থেকে নিজের ঘরে বসে অর্ডিনারি আইটিতে ফ্রিল্যান্সিং হিসেবে আর্টিকেল লেখার মাধ্যমে নিজের কাজের দক্ষতা অনুযায়ী প্রতিমাসে 8 থেকে 10 হাজার টাকা ইনকাম করতে পারবেন তাই আশা করি একজন বেকারত্ব চাকরিজীবী হীন জীবনযাপন থেকে বের হয়ে এসে ফ্রিল্যান্সিং জীবন যাপনে ঝুঁকে পড়া প্রয়োজন মনে করছি৷
ইনকাম টিউনস (Income Tunes)
ইনকাম টিউনস একটা বাংলাদেশী সাইট যেখানে বাংলাদেশের সকল বয়সের মানুষ আর্টিকেল রাইটিং এর কাজ করছেন এবং আপনারা যারা ইনকাম টিউনসে কাজ করতে ইচ্ছুক তাদের অবশ্যই একটা বিষয় জানা খুবই জরুরী এই সাইটে শুধুমাত্র ইনকাম রিলেটেড অনলাইন থেকে ইনকামবিষয়ে আর্টিকেল লিখতে পারবেন, তাই অবশ্যই বিষয়টা মাথায় রেখে ইনকাম টিউনসে কাজ করতে পারেন এবং আপনিও নিজের দক্ষতা অনুযায়ীবেশি অর্থ উপার্জন করতে পারবেন৷ ইনকাম টিউনস থেকে যেসব উপায় সহজে আয় করা সম্ভব আপনি ইনকাম টিউনসে একটি অ্যাকাউন্ট তৈরি করার সাথে সাথে ৩ টাকা পাবেন৷ আপনি যদি সঠিকভাবে ইউনিক পোস্ট লিখতে পারেন তাহলে সে পোষ্টের বিনিময় আপনাকে ইনকাম টিউনসের পক্ষ থেকে ৫০ থেকে১০০ টাকা দেয়া হবে। শুধু তাই নয়, প্রতিপোষ্টের কোয়ালিটির উপর লক্ষ্য করে আপনাকে এর থেকেও বেশি টাকা দিয়ে থাকবে ৷ আর যদি রেফারেল লিঙ্ক দিয়ে আপনার বন্ধু একটি অ্যাকাউন্ট তৈরি করে তাহলে আপনি প্রতি রেফারে ৫ টাকা করে পাবেন৷
টেকটিউনস (TechTunes)
বাংলাদেশের একটি খুব জনপ্রিয় ব্লগ সাইট যেখানে হাজার হাজার তরুণ-তরুণী প্রতিভাবান ও বুদ্ধিমত্তা সম্পর্ণ ফ্রিল্যান্সার লেখক লেখিকা কাজ করছেন এবং খুব উৎসাহিত হচ্ছেন। বাংলা ভাষায় বিভিন্ন ধরনের আর্টিকেল লিখে আয় করার জন্য অন্যতম সেরা একটা সাইট হিসেবে বিবেচনা করা হয় এবং সব সাইট এর তুলনায় টেকটিউনস সাইটে অন্যতম কিছু বৈশিষ্ট্য আছে যা জানলে আপনি খুব খুশি হবেন, আপনি আর্টিকেল লিখে ইনকাম করার পাশাপাশি আপনার পছন্দের নিজস্ব ইউটিউব চ্যানেলটা হাজার হাজার মানুষের কাছে প্রচার করতে পারবেন।
জে-আইটি (J-IT)
আপনি যদি একজন ফ্রীল্যান্সার হিসেবে অনলাইনে আর্টিকেল লিখে ইনকাম করতে চান তাহলে আপনাকে কিছু অনলাইন সাইট এর সাথে সংযোগ থাকতে হবে তাই জে-আইটি সাইট এটি আপনার জীবনে একটি বিশাল ভালো প্রভাব ফেলবে এবং কাজের অভিজ্ঞতার উপর আপনি প্রতিদিন অনেক বেশি অর্থ উপার্জন করতে পারবেন। আপনি বেশ কিছু টপিক নিয়ে আর্টিকেল লিখতে পারবেন যেমন; টিপস এবং ট্রিকস, টিউটোরিয়াল বিষয়ক এবং বর্তমানে বিজ্ঞান প্রযুক্তি উপর ও আর্টিকেল লিখতে পারবেন এবং আপনারএই আর্টিকেল গুলো অবশ্যই অনন্য (ইউনিক) হতে হবে।
গ্রাথোর (Grathor)
আর্টিকেল লিখে আয় করার জন্য সব থেকে সেরা সাইট গুলোর মধ্যে একটা সাইট হলোগ্রাথোর৷ বর্তমানে এই সাইট ফ্রীলান্সারদের কাছে অনেক বেশি জনপ্রিয়তা অর্জন করছে৷ আর্টিকেল কপিরাইট-মুক্ত হলে, গ্রাথোর টীম আপনার কাজের নীতির উপর নির্ভর করে প্রতিটি আর্টিকেল এর জন্য অনেক বেশি অর্থ প্রদান করে থাকে। প্রতি আর্টিকেল শব্দ নূনতম ৩৫০ হওয়া খুব জরুরী এবং আর্টিকেল এর মধ্যে শব্দ বেশি হলে এর বিনিময়ে বেশি অর্থ প্রদান করে থাকেন। আপনি এই সাইটে সকল ধরণের নিশ নিয়ে আর্টিকেল লিখতে পারবেন। এটিতে কাজ করার সুবিধাগুলি খুব ভালো এবং কোনও সমস্যা হবে না। যারা নতুন এই সাইটে কাজ করছে তাদের একাউন্টে ১ হাজার টাকা হলেই বিকাশ রকেট ও ব্যাংক এর মাধ্যমে টাকা নিতে পারবেন। বাংলাদেশের অন্যতম সেরা বিশ্বাসযোগ্য সাইট গুলো সম্পর্কে আলোচনা করেছি। আশা করি আপনি যদি সব বিষয় গুলো মেনে একজন ফ্রীল্যান্সার হিসেবে অনলাইন থেকে আর্টিকেল লিখে স্থায়ী আপনি ভালোভাবে জীবন নির্বাহ করতে চান তাহলে আপনাকে এই বিষয় গুলো মাথায় রেখে সঠিক পদ্ধতিতে কাজ করে অর্থ উপার্জন করতে পারবেন তবেই আপনি অনলাইনের এই ফ্রিল্যান্সিং জগতেটিকে থাকতে সক্ষম হবেন।
ফাইবার (Fiverr) থেকে আর্টিকেল লিখে আয় করুন
বিশ্বের অন্যতম সেরা ফ্রিল্যান্সিং সাইট ফাইবার, যেখানে লক্ষ লক্ষ মেধাবী এবং দক্ষ ফ্রিল্যান্সার কাজ করছে। আপনি যদি এই সাইটের মাধ্যমে কাজ করে আপনার ক্যারিয়ার গড়তে চান তাহলে আপনার অবশ্যই কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আপনাকে যা করতে হবে তা হলো সঠিক নির্দেশিকা (GuideLine) অনুসরণকরে, একজন দক্ষ ফ্রিল্যান্সারের কাছ থেকে কাজ গুলো মনোযোগ দিয়ে শিখুন এবং আপনি সর্বদা সবসময় ধৈর্যের সাথে কাজ অনুশীলন করুন। তাহলে দেখবেন একটা সঠিক সময়ে আপনি অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তি হবেন এবং ফাইবারের মতো সেরা সাইটে আর্টিকেল লিখে প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন।
তাহলে আর একটু বিস্তারিত ভাবে আলোচনা করিডিজিটাল মার্কেটিং (Digital Marketing) সেক্টরের মধ্যে আর্টিকেল রাইটিং (Article Writing) পয়েন্ট যুক্ত করা হয়েছে, আপনি যদি একজন সঠিক ফ্রিল্যান্সার হিসেবে ফাইবারে কাজ করতে চান তাহলে আপনি ডিজিটাল মার্কেটিং বিষয়টি সম্পর্কে অভিজ্ঞতা রাখতে পারেন কেননা বর্তমান বিশ্বে প্রতিটি কাজের অভিজ্ঞতা থাকা খুবই জরুরি।
ফাইবারে(Fiverr) আর্টিকেল লিখে আয় করবেন যেভাবে
আপনি জানলেন যে ফাইবার থেকে আর্টিকেল লিখে আয় করা যায় কিন্তু এখন আমি আপনাদের সাথে সাথে আলোচনা করব ফাইবারে কোন মাধ্যম গুলো ব্যবহার করে কাজ করতে পারবেন। সাধারণত দুইটি উপায় কাজ করা যেতে পারে তাদের মধ্যে একটি উপায় হলো ফাইবার অ্যাকাউন্ট তৈরি করার পরে, আপনি যদি ফাইবার অ্যাকাউন্টটি সঠিকভাবে সাজান, তাহলে সেই অ্যাকাউন্টে আপনার কাজের পোর্টফোলিও গুলো খুব সুন্দর করে step-by-step সাজাতে হবে তাহলে আপনার পোর্টফোলিও (portfolio) টি পেশাগতভাবে (Professionally) হবে যার কারণে একটা ক্লায়েন্ট আপনার পোর্টফোলিও পড়ে ধারণা রাখতে পারবে যে আপনি তার কাজটা খুব সুন্দর ভাবে করতে পারবেন তাই আপনাকে সর্বপ্রথম কাজগুলো শেখার পর প্রয়োজনীয়তা অনুশীলন (practice) এর মধ্যে থাকতে হবে এবং আপনার পোর্টফোলিও গুলো সংগ্রহ করতে হবে
আপনি একজন উচ্চমানের আর্টিকেল রাইটার হতে চাইলে আপনার সেরা কিছু পোর্টফোলিও থাকাটা খুবই জরুরী। পোর্টফোলিও মূলত দুই ধরনের হয়ে থাকে, প্রথমটি হলো ফ্রিল্যান্সিং অনলাইন মার্কেটপ্লেসে অ্যাকাউন্ট তৈরি করার পরে আপনার নিজস্ব একাউন্টে পোর্টফোলিও তৈরি করতে পারবেন এবং দ্বিতীয়টি হলো আপনি নিজস্ব ওয়েবসাইট তৈরি করে আপনার কাজের অভিজ্ঞতা পোর্টফোলিও রাখতে পারেন।
আশা করি আপনি এই পোস্টের উল্লেখিত বিষয়গুলো থেকে অনেক বেশি উপকৃত হবে এবং আর্টিকেল লিখে ইনকাম করার সহজ উপায় গুলো সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়েছেন।আপনি যদি সঠিক গাইডলাইন অনুসরণ করেন তাহলে আপনি ও একজন অভিজ্ঞতা সম্পন্ন আর্টিকেল রাইটার হয়ে অর্থ উপার্জন করতে পারবেন।এই সাইটে খুব সহজে অনলাইন থেকে ইনকাম সম্পর্কিত বিষয় নিয়ে পোস্ট করে থাকি আশা করি অন্যান্য পোস্ট গুলো পড়লে অনেক বেশি উপভোগ করবেন।
Funds for Writers লেখকদের জন্য ফান্ড এমন একটা সাইট যেখানে Content Writer ঘরে বসে অনলাইন থেকে খুব সহজে অর্থ উপার্জন করছে৷ এই সাইটটি তে ছোট থেকে বড় আর বড় থেকে বৃদ্ধ ও পার্টটাইম চাকরিজীবী সকল বয়সের মানুষ আর্টিকেল লিখে ইনকাম করছে৷ 2000 সালের মার্চ মাসের শুরুতে এই সাইট টা তৈরী করা হয় এবং বর্তমান সময়ে এখন পর্যন্ত খুব জনপ্রিয়তা লাভ করছে৷
তো বন্ধুরা আমাদের আজকের এই টিউনটি আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। এবং কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন।
Thx sir
wow
thx sir
Thx
wlc